রবীন্দ্রসদনে আনা হলো সুপ্রিয়া দেবীর মরদেহ। বালীগঞ্জ থেকে ২-৪৫ এ বের করা হলো সুপ্রিয়া দেবীর মরদেহ। ৩-১০ এ পৌঁছলো রবীন্দ্র সদন। এখানে ৬-৩০ পর্যন্ত মরদেহ শায়িত থাকবে। একে একে সুপ্রিয়া দেবীকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করতে আসছেন তাঁর ভক্ত থেকে পরিজনরা।
রবীন্দ্রসদনে সুপ্রিয়া দেবীর মরদেহের সাথে এসেছিলেন অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়। তিনি বললেন, সুপ্রিয়া দেবীর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।
রিপোর্টার – রফিকুল জামাদার
Be the first to comment