লকডাউনের মধ্যেই পুলিশের সঙ্গে পরিযায়ী শ্রমিকদের সংঘর্ষে ধুন্ধুমার বাঁধল গুজরাটের সুরাটে। বাড়ি ফেরানোর দাবিতে সোচ্চার শ্রমিকরা। পুলিশকে পাথর ছোড়া হলে পুলিশও পালটা কাঁদানে গ্যাসের শেল ফাটায়। সুরাটে এই নিয়ে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভের ঘটনা চারবার ঘটল।
সোমবার সুরাটের বরেলি বাজার এলাকার সামনে জড়ো হয়েছিলেন বহু সংখ্যক পরিযায়ী শ্রমিক। পরিস্থিতি সামাল দিতে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশকে দেখেই তাদের লক্ষ করে পাছর ছুড়তে থাকে বিক্ষোভকারী শ্রমিকরা। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশবাহিনী। এলাকায় বাড়তি বাহিনী পাঠানো হয়। সুরাটেরই পালনপুর এলাকাতেও পরিযায়ী শ্রমিকদের আরও একটি বিক্ষোভের ঘটনা ঘটে।
গত সপ্তাহে সুরাটে একটি হিরের কোম্পানির অফিসের বাইরে বিক্ষোভে অংশ নেন কয়েকশো পরিযায়ী শ্রমিক। লকডাউনেও তাঁদের দিয়ে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। তাঁদের খাওয়া-দাওয়াও ঠিকমতো জুটছে না বলে জানিয়ে, বাড়ি ফেরানোর দাবিতে সোচ্চার হয়েছিলেন শ্রমিকরা।
সেই একই দিনে সুরাটের দিনদোল এলাকায় লকডাউন মেনে চলার কথা বলতে গিয়ে আক্রান্ত হন এক পুলিশকর্মী। নিরাপত্তা রক্ষীদের লক্ষ করে পাথর ছোড়া হয়। ওই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
Be the first to comment