আবারও অশালীন মন্তব্য করে নতুন বিতর্ক উসকে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে রাবণের সাথে তুলনা করলেন তিনি। পাশাপাশি সদ্য রাজনীতির ময়দানে আসা প্রিয়াঙ্কা গান্ধীকেও কটাক্ষ করতে ছাড়েননি সুরেন্দ্র ৷ এদিন তিনি প্রিয়াঙ্কা গান্ধীকে সুর্পনখা বলে কটাক্ষ করেন ৷
এদিন সাংবাদিকদের সুরেন্দ্র সিং বলেন রাম রাবণের লড়াই শুরু হওয়ার আগে রামকে প্রতিহত করতে, রাবণ তাঁর বোনকেই প্রথমে পাঠিয়েছিলো ৷ রাম রাবণের যুদ্ধ বলতে আসন্ন লোকসভা নির্বাচনকেই বুঝিয়েছেন সুরেন্দ্র এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাম ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে রাবণ হিসেবে তুলে ধরতে চেয়েছেন তিনি ৷ পাশাপাশি এদিন সুরেন্দ্র সিং কংগ্রেসকে ডুবো জাহাজ বলেও কটাক্ষ করতে ছাড়েন নি। বিজেপি বিধায়ক বলেন, কংগ্রেসের নিজস্ব কোনও অবস্থান নেই ৷ আসন্ন লোকসভা নির্বাচনে এই দল দেশের কোনও প্রান্তেই জিততে পারবে না বলেই মনে করেন তিনি ৷
Be the first to comment