শোক জানাতে গিয়ে সেলফি তুলে রীতিমতো বিতর্কের মুখে পড়েছেন বিজেপি এমপি মালয়ালম চিত্রতারকা সুরেশ গোপী। কোচিতে খুন হওয়া এসএফআইয়ের ছাত্রনেতা অভিমন্যুর বাড়িতে গিয়েছিলেন গোপী। কোচির মহারাজাস কলেজের রসায়ণের ছাত্র অভিমন্যু ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার সমর্থকদের হাতে খুন হন। ইদুক্কি জেলার বাট্টাভাডায় অভিমন্যুর বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি ও আরএসএসের লোকজন। সেখানে গিয়ে মালয়ালম ফিল্মস্টার সেখানকার লোকজনের সঙ্গে সেলফি তোলার জন্য দাঁড়িয়ে পড়েন। সেলফিতে তাঁর হাসিমুখের ছবি ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। তাঁর ফ্যান ও বিরোধীদের তা মোটেই ভালো লাগেনি। সিপিএম নেতা শিবনকুট্টি পেসবুকে লিখেছেন, বিজেপিতে যোগ দেওয়ার পর সুরেশ গোপী মানসিক স্থিতি হারিয়ে ফেলেছেন। যেখানে বহু মানুষ সাম্প্রদিয়াক শক্তির হাতে খুন হওয়া অভিমন্যুর জন্য কাঁদছেন, সেখানে তিনি হাসিমুখে সেলফি তুলছেন। সারাদেশে বিজেপি এই নোংরা রাজনীতি করে বেড়াচ্ছে।
Be the first to comment