রাজ্য ধ্বংসের পথে, একা রাজ্যকে বাঁচানো সম্ভব নয়। এই কাজে জণগণের সাহায্য প্রয়োজন। রবিবার ব্রিগেডের সমাবেশ থেকে একথাই বললেন সিপিআই(এমের) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এদিন সূর্যবাবু বলেন, আসন্ন নির্বাচনে আগে বিজেপিকে হঠাতে হবে ও তারপরেই আসনচ্যুত করতে হবে তৃণমূলকে। এই মুহুর্তে বিকল্প সরকারের কথা ভাবতে হবে।
পাশাপাশি সূর্যকান্ত মিশ্র মমতা বন্দ্যপাধ্যাকে কটাক্ষ করে বলেন, একদিকে কৃষকদের আয় বাড়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী কিন্তু তাহলে কৃষিবন্ধুর মত প্রকল্প কেন দেওয়া হচ্ছে? প্রশ্ন তুলেছেন সূর্যকান্ত। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে ৪০% বেকার কমে গিয়েছে। একের পর এক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যে, ক্রমশ বাড়ছে বেকার সংখ্যা। দু’হাতে কাজ ও পেটে ভাত চাই। রাজ্য থেকে শিল্প তাড়ানো হচ্ছে, নতুন কলকারখানা গড়ে উঠছে না। কৃষির পাশাপাশি শিল্পও দরকার ভবিষ্যতের জন্য। এর সঙ্গে সরকারি রাষ্ট্রায়ত্ত শিল্পের দাবি জানিয়েছেন তিনি। সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক বলেন, বাংলা লালে লাল না হলে সারা দেশে বামপন্থী আন্দোলন থমকে যাবে।
উল্লেখ্য, শনিবারই রাজ্যের দুই জায়গায় মোদীর সভায় বিশৃঙ্খলা প্রসঙ্গে সূর্যকান্ত বলেন, তৃণমূলের বিকল্প কখনই বিজেপি হতে পারে না। পাঁচ রাজ্যে নির্বাচনে বিজেপির অবস্থা থেকে সেই কথাই পরিষ্কার।
Be the first to comment