একুশে জুলাইয়ের বৃষ্টিভেজা মঞ্চ থেকে ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-র মৃত্যু ঘণ্টা বাজানো হবে বলেও হুঙ্কার ছেড়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু সেই ব্রিগেডের প্রচার নিয়ে শাসক দলের বিড়ম্বনার শেষ নেই। আর তা নিয়ে টুইট করে খোঁচা দিয়ে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও।
পুজোর আগেই শুরু হয়েছিল টুকটাক প্রচার। কিন্তু গত ১৬ নভেম্বর দলের সাধারণ পরিষদের বর্ধিত বৈঠকে নেতাদের নিবিড় প্রচারে নামার দিদিমণির নির্দেশের পরই শুরু হয়েছে পুরোদমে প্রস্তুতি। প্রচারের প্রাথমিক ধাপ হিসেবে শহর থেকে জেলায় দেওয়াল লেখার কাজ একপ্রকার শেষ করে ফেলেছে তৃণমূল। আর তাতেই দেখা গেল বানান ভুলের ছয়লাপ।
‘ব্রিগেড চলো’-র বদলে লেখা রয়েছে ‘বিগ্রেড চলো।’ কলকাতা লাগোয়া একাধিক জায়গা-হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণার বিভিন্ন জায়গায় ব্রিগেডের এই বিচিত্র বানান লেখা হয়েছে। যেমনি লেখা ওমনি ক্লিক। সোশ্যাল মিডিয়ায় ভুল বানানের ছবিতে ভরিয়ে দিয়েছেন সিপিএম কর্মীরা। তাই রাজ্য সম্পাদকও এমন ফুলটস বল পেয়ে ছাড়লেন না। যেহেতু সরকারের যা কিছু প্রকল্পে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা কথাটা লেখা থাকে, সেটাকেই ব্যঙ্গাত্মক ভাবে ব্যবহার করেছেন সূর্যবাবু। লিখেছেন, এই বানান ভুলও ‘তাঁরই’ অনুপ্রেরণায়।
এমনিতে দেওয়াল লিখতে গেলে রাজনৈতিক দলের কর্মীরা কাছেই চুনের বালতি রাখেন। ভুল হলে সঙ্গে সঙ্গে বুলিয়ে দেন। তারপর শুকোলে ওই জায়গায় প্রয়োজনীয় অক্ষর লিখে দেন। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। পরে হয়তো বানান ঠিক করা হয়েছে। কিন্তু ছবি তো যা ওঠার উঠে গিয়েছে।
যদিও সূর্যবাবুর টুইটের কথা শুনে শাসক দলের এক নেতা বলেন, “সিপিএমের তো এখন আর কোনও কাজ নেই, তাই বানানের ভুলই ধরুক। কিন্তু এ দিয়ে ১৯ জানুয়ারি জনতার সুনামি ঠেকানো যাবে না।”
Be the first to comment