গণতন্ত্রের ইতিহাসে কালো দিনঃ রণদীপ সিং সুরজেওয়ালা

Spread the love

সপ্তম দফা ও লোকসভা নির্বাচনের অন্তিম পর্বের আগেই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ৷ বাংলায় কমিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলের প্রচারের সময়সীমা ৷ আজ রাত ১০ টার মধ্যেই প্রচার পর্ব শেষের নির্দেশ দিয়েছে কমিশন ৷ অবাধ, নির্বিঘ্ন ভোটের জন্যই এই সিদ্ধান্ত বলে দাবি কমিশনের। আর এমনই সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছে কংগ্রেস। একটি স্বতন্ত্র ও সাংবিধানিক সংগঠনের এই কাজ লজ্জাজনক, দাবি কংগ্রেসের।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন ৩২৪ ধারা প্রয়োগ করে সাংবিধানিক নীতি লঙ্ঘন করেছে কমিশন। গণতন্ত্রের ইতিহাসে এটি একটি লজ্জাজনক অধ্যায়। সংবিধানের ১৪ ও ২১ ধারাকে গুরুত্ব না দিয়ে ৩২৪ ধারা প্রয়োগ করে শাসক দলকে বাড়তি সুবিধা দিয়েছে কমিশন।

পাশাপাশি সুরজেওয়ালা আরও জানিয়েছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে যে অভিযোগ জানিয়েছিল কংগ্রেস সেগুলি নিয়েও কোনও পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশন। প্রায় ১১টি অভিযোগ দায়ের করা হয়েছিল কিন্তু কমিশন কোনও গুরুত্বই দেয়নি, অভিযোগ সুরজেওয়ালার। ১৬ তারিখ মোদীর জনসভা চালু রাখুন ও বাকি সবকিছুর উপর নিষেধাজ্ঞা জারি করুন, কমিশনকে সরাসরি কটাক্ষ করেন সুরজেওয়ালা।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*