হরিয়ানায় হেরে গেলেন কংগ্রেসের অন্যতম বর্ষীয়ান নেতা রণদীপ সিং সুরযেওয়ালা। বৃহস্পতিবার সকাল থেকে গণনা চলছে মহারাষ্ট্র ও হরিয়ানা নির্বাচনের। সেই নির্বাচনের ফলাফলের শুরুর ট্রেন্ডেই পিছিয়ে ছিলেন সুরযেওয়ালা। কৈঠাল থেকে পরাজিত হয়েছেন সুরযেওয়ালা। তিনি কংগ্রেসের মুখপাত্র। তাঁর এই পরাজয় স্বাভাবিকভাবেই কংগ্রেসকে কোণঠাসা করে দিচ্ছে। ট্রেন্ড বলছে, হরিয়ানায় জেজেপিই কিং মেকার হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে নারওয়ানার বিধায়ক ছিলেন তিনি। ২০১৪ তে কেন্দ্র বদল করে কৈঠাল থেকে লড়েন সুরযেওয়ালা। এদিন পরাজয়ের পর কৈঠাল কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। হরিয়ানাতে একসময় মন্ত্রীও ছিলেন তিনি। ২০০৫-এ হরিয়ানার সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সুরযেওয়ালা।
অন্যদিকে, আকস্মিক ভাবে হরিয়ানার রাজনীতিতে চৌতালার উত্থান যথেষ্ট চাপে ফেলেছে বিজেপিকে। এই অবস্থায় জননায়ক জনতা পার্টি চিফ চৌতালার কাছে পৌঁছেছে মুখ্যমন্ত্রী পদের অফার। বিজেপিকে রুখতে মুখ্যমন্ত্রী পদও কংগ্রেস ছাড়তে তৈরি বলে ইতিমধ্যে জনতা পার্টি প্রধানকে কংগ্রেসের তরফে জানানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে এখনই কিছু ভাবতে রাজি নন তিনি।
জানা গিয়েছে, ইতিমধ্যেই দুষ্যন্ত চৌতালার সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে কংগ্রেস ও বিজেপি। ট্রেন্ড কিছুটা এগোনোর পরই চৌতালা বলেন, ১১ মাস আগে আমাদের দলকে বলা হয়েছিল শিশুদের দল। এই নির্বাচন পরিবর্তনের। কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে।
Be the first to comment