শীতে পর্যটক টানতে সেজে উঠছে সুরুলিয়া মিনি জু

Spread the love

সেজে উঠছে পুরুলিয়ার সুরুলিয়া মিনি জু। আসছে লেপার্ড, হায়না-সহ বিভিন্ন বন্যপ্রাণী। পর্যটন মানচিত্রে পুরুলিয়া জেলার গুরুত্ব বেড়ে চলেছে দিনে দিনে। সেই কথা মাথায় রেখেই বনদফতর সাজিয়ে তুলছে পুরুলিয়ার সুরুলিয়া মিনি জু-কে। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ প্রায় ৭০ লক্ষ টাকা দিয়েছে মিনি জু-র আধুনিকীকরণের জন্য।

স্পটেড ডিয়ার রেসকিউ সেন্টার হিসেবে শুরু হয়েছিল। এখন সেটাই পুরুলিয়ার মিনি জু। শহরের কাছেই এই মিনি জুতে মানুষের আনাগোনা লেগে থাকে। শীতের মরশুমে ভিড় আরও বাড়বে সে কথা বলাই যায়। পর্যটন মানচিত্রে পুরুলিয়া জেলার গুরুত্ব বেড়েছে দিনে দিনে। সেই কথা মাথায় রেখে বনদফতর সাজিয়ে তুলেছে পুরুলিয়ার সুরুলিয়া মিনি জু-কে। আসছে লেপার্ড, হায়না-সহ বিভিন্ন বন্যপ্রাণী। এখানকার হরিণ, ভালুক, সজারু, পাইথন, সারস, ময়ূর-সহ বহু পশুপাখি পর্যটকদের মন ভোলায়। তার মধ্যেই লেপার্ড বা হায়না আসার খবরে পর্যটকরা দ্বিগুণ খুশি।

সুরুলিয়া মিনি জু-র জন্য একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সুরুলিয়া মিনি জু ১৯৯৮ সালে ডিয়ার পার্ক শুরু। ২০০৫ সালে ‘মিনি জু’ স্বীকৃতি দেয় জু অথরিটি অব ইন্ডিয়া। রাজ্য সরকারের উদ্যোগে সুরুলিয়া মিনি জু-র আধুনিকীকরণ। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ প্রায় ৭০ লক্ষ টাকা দিয়েছে। পর্যটকদের থাকার জায়গা তৈরি হচ্ছে। বন্যপ্রাণীদের পরিচর্যা ও চিকিৎসা কেন্দ্রেরও আধুনিকীকরণ।

শীত বা বসন্ত। পর্যটকদের ফেভারিট ডেস্টিনেশনের মধ্যে পুরুলিয়ার নাম প্রথম সারিতেই আসে। জেলার বিভিন্ন প্রান্তে পর্যটকদের জন্য অঢেল প্রকৃতির হাতছানি। সেগুলিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। এবার পর্যটকদের আকর্ষণ বাড়াতে পুরুিলয়া মিনি জু-র আধুনিকীকরণ সেই তালিকায় নতুন সংযোজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*