কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শুক্রবার এরাজ্যের মুখ্যমন্ত্রীকে এক বার্তায় লিখেছেন গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং ধর্মনিরপেক্ষতার ভিত্তিতেই প্রকৃত জাতীয়তাবাদ ও উন্নয়ন সম্ভব। তিনি ঠিকই বলেছেন। কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের অভিজ্ঞতা হলো এই তিন প্রশ্নেই এই রাজ্যের শাসক দলের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। শুক্রবার এমনই মন্তব্য করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
পাশাপাশি এদিন সূর্যবাবু আরও বলেন, এরাজ্যে তৃণমূল পঞ্চায়েত, পৌরসভা থেকে লোকসভা পর্যন্ত প্রতিটি নির্বাচনে ভোট লুঠ করেই চলেছে। মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার এখানে বিপন্ন। বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাঁদের ওপরে ধারাবাহিক আক্রমণ চলছে। এই আক্রমণের হাত থেকে কংগ্রেস কর্মীরাও বাদ যাননি। পুলিশকে শাসক দলের অনুগত বাহিনীকে পরিণত করা হচ্ছে। বিজেপি ও তৃণমূল সাম্প্রদায়িকতার প্রশ্নে পরস্পরের পরিপূরক।
Be the first to comment