আজ প্রথমবার নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)-র দপ্তরে হাজিরা দিয়েছিলেন রিয়া চক্রবর্তী । টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে সন্ধে ৬ টার পর ওই দপ্তর থেকে বের হন তিনি। আগামীকাল ফের তলব করা হয়েছে তাঁকে।
১৪ জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ। তারপর যতদিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যুরহস্য। তাঁর মৃত্যুর জন্য রিয়া সহ ছ’জনের বিরুদ্ধে বিহারের রাজীব নগর থানায় ২৫ জুলাই FIR দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং। তাঁর অভিযোগ, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রিয়া। এছাড়া রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি।
সেই FIR-এর ভিত্তিতে ৩১ জুলাই আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তদন্তের সময় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে তাঁর মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত পান তদন্তকারীরা। এরপর বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিভভাবে অনুরোধ করা হয় ED-র তরফে। রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে NCB।
তদন্তে নেমে শুক্রবার সৌভিক ও স্যামুয়েলকে গ্রেপ্তার করে NCB। গতকাল গ্রেপ্তার হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে। দিকে আজ সকালে NCB দপ্তরে হাজিরার জন্য সমন পাঠানো হয় রিয়াকে। সমন পেয়ে বেলা ১২টা নাগাদ NCB-র দপ্তরে হাজিরা দেন অভিনেত্রী। আজই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জল্পনা শুরু হয়ে যায়। এরপর টানা ৬ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সন্ধে ৬টার পর NCB দপ্তর থেকে বের হতে দেখা যায় তাঁকে। আগামীকাল তাঁকে ফের তলব করেছে NCB।
Be the first to comment