কঙ্কালের হাড়গোড় কার সেটা বিচার হবে, স্বমহিমায় ফিরে বললেন সুশান্ত ঘোষ

Spread the love

বিধানসভা ভোটের আগে চমক দিয়ে ফের পশ্চিম মেদিনীপুরে ফিরলেন সেই সুশান্ত ঘোষ। কঙ্কাল-কাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর। ১৮১ দিন জেলে কাটাতে হয়েছিল তাঁকে। এবার ৯ বছর পর জনসভায় ফিরে সেই ইতিহাস শোনালেন সুশান্ত। এতদিন বাদে মুখ খুলে সুশান্ত ঘোষ সেই কঙ্কাল-কাণ্ডের কথা তুলে আনেন। বলেন, ১০ বছর ধরে মাটির তলায় কঙ্কালের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছিলম, অথচ আস্ত ছিল গেঞ্জি। এটা কী সম্ভব? তাঁর দাবি, পুরনো কঙ্কালে নতুন গেঞ্জি-জাঙ্গিয়া পরিয়ে দেওয়া হয়েছিল।

বিচারে ডিএনএ পরীক্ষায় সেই কঙ্কাল কার, তা জানা যাবে বলে এদিন উল্লেখ করেন তিনি। ২০১১-য় রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়। ক্ষমতা হারান বামেরা। এরপর থেকে আর গড়বেতায় ঢুকতে পারেননি সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী। যদিও আদালতের নির্দেশ পর আজ মেদিনীপুরে পা রাখলেন সুশান্ত ঘোষ। তাঁকে স্বাগত জানাতে তৈরি ছিল বিশাল মিছিল। রয়েছেন সুজন চক্রবর্তী সহ সিপিএমের একাধিক শীর্ষ নেতা।

সুশান্ত ঘোষ ফিরছেন মেদিনীপুর! গত কয়েকদিন আগেই সেই খবর পৌঁছে যায় নেতা-কর্মীদের কাছে। সেই মতো সেজে ওঠে চন্দ্রকোনা। ২০০৫ সালের পর চন্দ্রকোনা রোডে সিপিএমের পার্টি অফিসে রঙ করা হয়। দলীয় পতাকায় সেজে ওঠে চন্দ্রকোনা রোড, গড়বেতা এলাকা।

উল্লেখ্য, ২০১১ তে ‘বেনাচাপড়া কঙ্কাল কাণ্ড’-এ নাম জড়ায় সুশান্ত ঘোষের। আর ওই মামলাতেই দীর্ঘদিন হাজতবাস করেছেন তিনি। গড়বেতা বিধানসভার ছ’বারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সম্প্রতি ওই মামলা থেকে জামিন পান। কিন্তু এতদিন নিজের বিধানসভা কেন্দ্রে যাওয়ার অনুমতি ছিল না তাঁর। অবশেষে সেই ছাড়পত্র পেয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*