নিজের দলের শেখানো পথেই শিক্ষা পাচ্ছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

Spread the love

নিজের দলের শেখানো পথেই শিক্ষা পাচ্ছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁর পাশে দলের কোনও নেতা-মন্ত্রীকে তিনি পাচ্ছেন না। তাঁর টুইটের পর তাঁর বিরুদ্দে কুৎসার ঝড়ে এবার তিনিই কোণঠাসা। লখনউয়ের পাসপোর্ট সেবাকেন্দ্রে ভিনধর্মের এক দম্পতির পাসপোর্ট আটকে দেওয়া ঘটনার পর টুইট করেছিলেন সুষমা। তারপর থেকেই হিন্দুত্ববাদীদের তোপের মুখ তিনি। রবিবার ব্যাপারটা চরমে পৌঁছয়, যখন সুষমার স্বামী স্বরাজ কৌশলকে টুইটে বলা হয়. আপনার স্ত্রীকে পিটিয়ে শেখান, তিনি মুসলিম তোষণ যেন না করেন। এরপর ব্যথিত তাঁর টুইটে বলেন, এই কথায় তিনি দুঃখ পেয়েছেন। তাঁর মা ক্যান্সারে মারা যান। সুষমা তখন একবছর হাসপাতালে থেকে শুশ্রুষা করেছিলেন। তাঁর বিরুদ্ধে এমন ভাষা ব্যবহার করবেন না। এরপর সুষমা টুইটে বলেন, যারা তাঁর কাজকে সমর্থন করেন, তাদের তা জানাতে। দেখা যায়, ৫৭ ভাগ তাঁর কাজকে সমর্থন করেও ৪৩ ভাগ করেনি। সুষমার আবেদন, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিবাদ করা অধিকার। তবে ভদ্র ভাষা ব্যবহার করুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*