প্রয়াত হলেন দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ মঙ্গলবার রাতে মাত্র ৬৭ বছর বয়সেই প্রয়াত হন তিনি ৷ হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় এইমসে ৷ সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে ৷ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে নিয়ে যাওয়া হয় তার দেহ ৷ বিজেপি সভাপতি জে পি নাড্ডা জানান, বুধবার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত তার দেহ শায়িত থাকবে বিজেপির সদর দফতরে৷ সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা ৷ তারপর লোধি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।
মঙ্গলবার রাতে তার মৃত্যুর পর ছড়িয়ে পড়তেই এইমসে ছুটে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভরেকর, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল এবং বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে ট্যুইট করেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব ৷
Be the first to comment