নেপালের বিমান দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। দুর্ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানান তিনি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার টুইটে বলেন, “বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এনিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী আবদুল হাসান মাহমুদ আলির সঙ্গে কথা বলেন। কাঠমান্ডুতে ইউএস-বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভেঙে পড়ায় গভীর শোকপ্রকাশ করেন তিনি। পাশাপাশি, প্রাণনাশের ঘটনায় সমবেদনাও প্রকাশ করেন।
টুইটে তিনি এও বলেন, কাঠমান্ডুতে প্রয়োজন হলে সবরকমভাবে সহায়তা করতে প্রস্তুত বিদেশ মন্ত্রক। সেইসঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
প্রসঙ্গত, নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সোমবার দুপুরে ভেঙে পড়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিমান। তারপর সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বিমানটিতে। নেপালের অসামরিক উড়ান কর্তৃপক্ষ এই দুর্ঘটনায় ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে।
Be the first to comment