স্থগিত হয়ে যাওয়ার পরেও মার্কিন বিদেশসচিব মাইক পম্পেওর সঙ্গে দ্রুত বৈঠকে রাজি ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। নিজেদের সুবিধামতো যত শীঘ্র সম্ভব বৈঠক করতে রাজি দু পক্ষই। আর আগে ঠিক ছিল সুষমা এবং নির্মলা সীতারামন ৬ জুলাই আমেরিকায় পম্পিও এবং প্রতিরক্ষাসচিব জেমস ম্যাটিসের সঙ্গে বৈঠকে বসবেন। কিন্ত বুধবার অনিবার্য কারণ দেখিয়ে বৈঠক স্থগিত করে দেয় আমেরিকা। কী কারণে বৈঠক বাতিল হল তা না জানালেও মার্কিন প্রশাসন দাবি করেছে, ভারত তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সহযোগী। সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে তারা বদ্ধপরিকর। এই লক্ষ্যেই রাষ্ট্রসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি দিল্লিতে গিয়েছেন। দুই দেশের সম্পর্কের উন্নতিতে কর্মরত বিশেষজ্ঞরা আমেরিকা বৈঠক স্থগিত করায় অখুশি। তাঁদের ধারণা, রুশ-মার্কিন আসন্ন বৈঠক নিয়েই ট্রাম্প প্রশাসন বেশি ব্যস্ত। অনেকের ধারণ, বাণিজ্য কর নিয়ে সম্প্রতি ট্রাম্পের সঙ্গে যে বিতর্ক চলছে ভারতের, বৈঠক বাতিলের তা একটা কারণ হতে পারে। এই বছরের শুরুতেও এধরনের বৈঠক ডেকেও স্থগিত করে দিয়েছিল আমেরিকা।
Be the first to comment