দেশের উত্তর-পূর্বের প্রতিনিধিকে রাজ্যসভায় জায়গা করে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস তৈরি করলেন। এমনটাই মনে করেন সুস্মিতা দেব ৷ সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মনোনয়ন জমা দিতে এসে একথাই জানালেন তিনি ৷ একই সঙ্গে তিনি বলেন, ‘‘এটা উত্তর-পূর্বের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কের জন্য একটা প্রভাবশালী দৃষ্টান্ত তৈরি করবে। আমি চেষ্টা করব আগামিদিনে উত্তর-পূর্ব তথা ত্রিপুরায় দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করতে।’’
পাশাপাশি সুস্মিতা তুলে ধরলেন তাঁর বাবা প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সখ্যতা নিয়েও ৷ বললেন, ‘‘পশ্চিমবঙ্গের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার বাবার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আজ থেকে আমি বাংলার একজন হয়ে গেলাম।’’ তাঁর দাবি, তৃণমূল সুপ্রিমো মমতা সব শ্রেণির মানুষের কথা রাজ্যসভায় এবং লোকসভায় পৌঁছে দিতে চান। এর থেকে বোঝা যায় তৃণমূল নেত্রীর ভাবনা কত দৃঢ় এবং সুদূরপ্রসারী।
উল্লেখ্য, সোমবার প্রবল বৃষ্টির মধ্যেই দুপুরবেলায় রাজ্য বিধানসভায় আসেন সুস্মিতা দেব। সেখান থেকে তিনি সরাসরি চলে যান রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে। এরপর তৃণমূলের পরিষদীয় সদস্যদের সঙ্গে নিয়েই মনোনয়ন জমা দেওয়ার সমস্ত প্রক্রিয়া শুরু করেন তিনি। এদিকে এদিন সুস্মিতা দেব বিধানসভায় আসার কিছু আগেই বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয় রাজ্যসভার ভোটে প্রার্থী দেবে না বিজেপি। ফলে তৃণমূল প্রার্থী সুস্মিতা দেবের রাজ্যসভার ভোটে জয় শুধু সময়ের অপেক্ষা।
Be the first to comment