১ টাকার বিনিময়ে রোগী দেখতেন বীরভূমের ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়। দিনকয়েক আগেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের কর্তৃপক্ষের তরফ থেকে সুশোভনবাবুকে ফোন করা হয়। খুঁটিনাটি সামগ্রিক তথ্য নেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। তারপরেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের তরফ থেকে সুশোভনবাবুর বাড়িতে পৌঁছে যায় শংসাপত্র।
জানা গেছে ৮০ পেরিয়ে যাওয়া সুশোভনবাবু অসুস্থ শরীর নিয়েও এখনও ১ টাকার বিনিময়ে চিকিৎসা দিয়ে যাচ্ছেন দু’বেলা। ডায়ালিসিস চালু হওয়ায় সপ্তাহে দুটো দিন কয়েক ঘণ্টা বন্ধ থাকে তাঁর পরিষেবা। এর আগে তাঁকে পদ্মশ্রী সম্মানেও সম্মানিত করা হয়েছে।
Be the first to comment