বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে দেওয়া কলকাতা হাই কোর্টের দেওয়া রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু সেই মামলা আবার হাই কোর্টেই আবেদনের নির্দেশ দিল শীর্ষ আদালত।
আসানসোলে শুভেন্দুর সভা থেকে কম্বল বিতরণের সময় তিনজনের মৃত্যুর ঘটনায় তীব্র আক্রমণ করেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে FIR দায়ের করতে চায় রাজ্য সরকার। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও এফআইআর করা যাবে না। সে কারণেই বৃহস্পতিবার হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। তবে, সুপ্রিম কোর্টে গৃহীত হল না সেই মামলা। রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু মামলা গৃহীত হয়নি।
বিচারপতি জানান, শুভেন্দুর রক্ষাকবচ নিয়ে কোনও সংশোধন চাইলে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যাক রাজ্য। সুপ্রিম কোর্ট থেকে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন প্রত্যাহার করেছে রাজ্য।
Be the first to comment