বাড়ি থেকে ভূরি ভূরি টাকা পাওয়ার পরই ছবিটা ভাইরাল হয়েছিল। টাকার ছবিটা নয়। ছবিটা ছিল এক অনুষ্ঠান মঞ্চে অর্পিতা মুখোপাধ্যায়ের। সেদিন টুইট করে সেই ছবি প্রকাশ্যে আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল, একুশের মঞ্চে রয়েছেন অর্পিতা। তাঁর আরও দাবি ছিল অর্পিতার সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠ যোগাযোগ আছে।
এবার সেই ছবির সত্যতা সামনে এলো। আসল ছবিটা কোথাকার, তা প্রকাশ্যে আনল তৃণমূল। দলের অন্যতম মুখপাত্র তথা অন্যতম সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য টুইট করে আসল ছবিটা প্রকাশ করলেন। জানালেন আসল তথ্যটিও। শুভেন্দু অধিকারীকে উদ্ধৃত করে দেবাংশু সেই টুইটে লিখেছেন, অর্পিতার যে ছবিটা একুশের মঞ্চ বলে দাবি করেছিলেন বিরোধী দলনেতা, তা আসলে একটি রক্তদান শিবিরের। রক্তদান শিবিরের অনুষ্ঠানে আর পাঁচ জনের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায় হাজির ছিলেন। রক্তদান শিবিরটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক।
আসল ছবি প্রকাশ্যে এনে শুভেন্দুকে কটাক্ষ করে দেবাংশু-এর প্রশ্ন, ভুয়ো খবর ছড়ানোর জন্য এবার কি শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে?
তবে এদিন দেবাংশু টুইট করে জানান, অর্পিতা মুখোপাধ্যায়ের যে ছবি তৃণমূলের একুশে জুলাই সভার বলে চালাচ্ছেন লোডশেডিং–এ জেতা বিরোধী দলনেতা, সেটি সম্পূর্ন ভুয়ো। ওই অনুষ্ঠানটি একটি অরাজনৈতিক রক্তদান শিবিরের অনুষ্ঠান। রইল ছবির ফ্রন্ট ভিউ। ফেক নিউজ ছড়ানোর দায়ে লোডশেডিং অধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না কেন?
Be the first to comment