স্বাস্থ্যভবন অভিযানে ধুন্ধুমার কাণ্ড, শুভেন্দু অধিকারীকে আটক করলো পুলিশ..

Spread the love

অমৃতা ঘোষ:-

আরজি কর কাণ্ড কে ঘিরে বৃহস্পতিবার বিজেপি তাঁদের তরফে স্বাস্থ্যভবন অভিযান করে। রাজ্যের সব বিজেপি বিধায়ক, সাংসদ থেকে শুরু করে সাধারণ কর্মীরা এই অভিযানে সামিল হন।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের নেতৃত্বে এই স্বাস্থ্যভবন অভিযান হয়।
উল্টোডাঙার হাডকো মোড় থেকে এই মিছিল শুরু করে বিজেপি। দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বলেন, ”মানুষের আওয়াজকে জলকামান নিয়ে বন্ধ করা যাবে না। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে মহিলাদের সঙ্গেই এমন নৃশংস ঘটনা ঘটছে। সুপ্রিম কোর্ট যে কথা বলেছে তারপর পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে লজ্জা করছে।”
এরপর বেলা গড়াতে না গোড়াতেই বিজেপির স্বাস্থ্যভবন অভিযানে শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে কার্যত এক প্রকার যুদ্ধ শুরু হয়ে যায় গেরুয়া শিবিরের কর্মী, সমর্থকদের। এরই মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করল পুলিশ। তাঁকে প্রিজন ভ্যানে নেওয়া হয়। উল্টোডাঙার হাডকো মোড় থেকে এই মিছিল শুরু করে বিজেপি। নকল হাতকড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি কর্মী-সমর্থকরা। মিছিল কিছু দূরে যাওয়ার পরই পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। এরপরই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*