এতদিন জন বার্লা, নিশীথ প্রামাণিকরা পৃথক উত্তরবঙ্গ রাজ্যের কথা বলে এসেছেন ৷ রাজ্যে আগাম গরমের ছুটি ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি করেছেন ৷ তাঁর সেই দাবিকে সমর্থন করে প্রথমবার বাংলা ভাগের পক্ষে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ অভিযোগ করলেন, প্রকৃত অর্থে উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি বলেই পৃথক রাজ্যের দাবি উঠেছে ৷
এ দিন ময়নাগুড়িতে নির্যাতিতা নাবালিকার বাড়ি যাওয়ার জন্য শিলিগুড়িতে পৌঁছন শুভেন্দু অধিকারী ৷ সেখানেই প্রথমবার পৃথক উত্তরবঙ্গ রাজ্য নিয়ে নিজের মত পোষণ করেন তিনি ৷ শঙ্কর ঘোষের পৃথক রাজ্যের দাবিকে সমর্থন করেছেন বিরোধী দলনেতা ৷ তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তিনি বলেন, উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয়েছে বলেই এই দাবি উঠছে ৷ রাজ্য সরকার উত্তরবঙ্গে প্রকৃত উন্নয়ন করেনি বলে অভিযোগ করেছেন শুভেন্দু ৷
শিলিগুড়িতে উত্তরবঙ্গের জন্য শাখা সচিবালয় হিসেবে উত্তরকন্যা নামেই খোলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ৷ এমনকি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ পূর্ণাঙ্গ রূপ পায়নি ৷ এটাও একপ্রকার বঞ্চনা বলে অভিযোগ করেছেন তিনি ৷ জিটিএ-তে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পাহাড়ের উন্নয়নের জন্য ৷ কিন্তু, সেই টাকা কোথায় খরচ হচ্ছে ? কতটা খরচ হচ্ছে তার কোনও হিসাব সরকারের কাছে নেই বলে অভিযোগ করেছেন শুভেন্দু ৷ জিটিএ-তে বরাদ্দ টাকার অডিট না হওয়া নিয়ে এ দিন প্রশ্ন তুলেছেন নন্দীগ্রামের বিধায়ক ৷
তবে নিজের বক্তব্যের শেষে কিছুটা সাবধানী শোনায় শুভেন্দু অধিকারীকে ৷ তিনি উত্তরবঙ্গবাসীর দাবিকে সমর্থন করলেও, বিজেপির তরফে বা ব্যক্তিগত ভাবে এ নিয়ে কোনও কথা বলবেন না ৷ এ নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে নীতি নেবে, সেটাকেই শুভেন্দু সমর্থন করবেন বলে জানিয়েছেন ৷
প্রসঙ্গত, তীব্র দাবদাহের কারণে জেলাশাসক ও স্কুল শিক্ষা আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ২ মে থেকে রাজ্যে গরমের ছুটি দিয়ে দেওয়া হবে ৷ অর্থাৎ, প্রায় একমাস এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি ৷ এই পরিস্থিতিতে শুধু দার্জিলিং ও কালিম্পং বাদে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে গরমের ছুটি এগিয়ে আনে সরকার ৷ তবে, শিলিগুড়ি মহকুমাকেও ছুটির তালিকায় রাখা হয়েছে ৷ সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ সরব হয়েছেন শিলিগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়করা ৷ আর সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই বঞ্চনার অভিযোগে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি করেন শঙ্কর ঘোষ ৷
Be the first to comment