সিউড়িতে আইন অমান্য আন্দোলনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। পায়ে ব্যারিকেড পরে আহত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সিউড়ি সার্কিট থেকে মিছিল করে জেলা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপি নেতা-কর্মীদের ৷ জেলাশাসকের দফতরের সামনে মোতায়েন পুলিশবাহিনীর সঙ্গে ধস্তাধস্তিতে আঘাত পান রাজ্যের বিরোধী দলনেতা ৷
রাজ্যে আইনের শাসন নেই। বগটুই গণহত্যা, বোলপুরে নাবালিকাকে গণধর্ষণ প্রভৃতি জেলায় ঘটে যাওয়া একের পর এক নৃশংস ঘটনার প্রতিবাদে বুধবার আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি ৷ যার পুরোভাগে ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ এদিকে বিজেপির মিছিল পৌঁছনোর আগে থেকেই জেলা শাসক দফতর ছিল পুলিশে ছয়লাপ ৷ দফতরের সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে বিজেপির মিছিল আটকানোক চেষ্টায় ছিল ৷ স্বাভাবিকভাবেই ঘটনাস্থলে পৌঁছতে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় বিজেপি নেতা-কর্মীদের ৷
ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকেরা ৷ যাদের মধ্যে ছিলেন শুভেন্দু অধিকারীও ৷ ব্যাপক ধস্তাধস্তিতে ব্যারিকেড ভেঙে পায়ে পড়ে শুভেন্দুর ৷ দুর্ঘটনায় ভালরকম জখম হন রাজ্যের বিরোধী দলনেতা। আপাতত সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ৷
Be the first to comment