দল বদলের পর প্রথম সভাতেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু।
আজ প্রথম সভাতেই বললেন, ‘১৯৯৮-তে বিজেপি আশ্রয় না দিলে তৃণমূল উঠে যেত’। পূর্ব বর্ধমানের দুটি জায়গায় আজ বিজেপির জনসভা ও যোগদান কর্মসূচি ছিল।
আজ তিনি বললেন ‘সব পদ ছেড়ে বিজেপিতে এসেছি। বিজেপি ক্ষমতায় এলে রাস্তায় রাস্তায় তোলাবাজি বন্ধ হবে। অমিত শাহ টাইট দেওয়ায় গরুপাচার-কয়লাপাচার বন্ধ হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে কিডনি পাচারও বন্ধ হয়ে যাবে।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুয়ারে সরকার কর্মসূচীকেও কটাক্ষ করেছেন শুভেন্দু। তিনি বলেছেন, দুয়ারে সরকার নয়, যমের দুয়ারে সরকার। কৃষকরা যদি ৬০০০ করে পেতে চান, তাহলে বিজেপি সরকার চাই। তৃণমূলকে এখন কোম্পানি হয়ে গেছে বলেও তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।
Be the first to comment