পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার তিনি ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের শুভেন্দু বলেন, আমি রাজ্যপালকে বলেছি, আপনি মুখ্যমন্ত্রীকে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার জন্য সুপারিশ করুন। এই রকম দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে কেন এখনও মন্ত্রিসভায় রেখে দেওয়া হয়েছে?
বিরোধী নেতা বলেন, এই রাজ্যের সরকার সংবিধান মানে না, বিধানসভার নিয়ম মানে না। এই সরকার চরম দুর্নীতিগ্রস্ত। খোদ মুখ্যমন্ত্রী নেতা-মন্ত্রীদের দুর্নীতিতে মদত দেন। পার্থ চট্টোপাধ্যায়ের এই দুর্নীতির দায় মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না কারণ, তিনিই মন্ত্রিসভার প্রধান।
শুভেন্দু আরও বলেন, এত বছর ধরে শিক্ষাক্ষেত্রে এত দুর্নীতি হচ্ছে, তাঁর মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি এতসবের সঙ্গে জড়িত। আর মুখ্যমন্ত্রী বলছেন, তিনি কিছু জানেন না। এটা কি বিশ্বাসযোগ্য?
শুভেন্দু রাজ্যপালের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের আরও বলেন, আমি আজই প্রথম ভারপ্রাপ্ত রাজ্যপালের সঙ্গে দেখা করলাম। রাজ্যের সামগ্রিক অবস্থা কেমন, তা তাঁকে জানালাম। ভোট পরবর্তী হিংসায় আমাদের বহু কর্মী প্রাণ হারিয়েছেন। তা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চলছে। সে কথাও তাঁকে জানালাম। এই রাজ্যের শাসকদল যে বিরোধীদের ন্যূনতম মর্যাদা দেয় না, সুস্থ গণতন্ত্রে শাসক ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয়ের সম্পর্ক থাকা দরকার, তাও এরা মানে না। এসব কিছুই ভারপ্রাপ্ত রাজ্যপালকে জানানো হল। তিনি সব শুনেছেন।
Be the first to comment