দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে সরানো হলো শিশির অধিকারীকে৷ শুভেন্দু অধিকারীর বিজেপি যোগদানের পর কড়া হচ্ছিল তৃণমূল কংগ্রেস৷ এর আগে কাঁথি পরিষদ থেকে সৌমেন্দু অধিকারীকে সরানো হয়েছিল তাঁর বরাদ্দ পদ থেকে৷ গতকাল ডিএসডিএ থেকে সরিয়ে দেওয়া হল বর্ষীয়ান তৃণমূল নেতা শিশির অধিকারীকে৷
গতকাল বিবেকানন্দের জন্মদিবসে অনুষ্ঠান শেষে এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন,’ যাঁরা তাঁকে সরিয়েছেন তাঁরাই তিন মাসের মধ্যে সরে যাবেন’। গতকাল বিকেলে দুর্গাপুরের প্রান্তিকা মোড়ে বিজেপির সভা মঞ্চ থেকে নিজের পুরনো দলের বিরুদ্ধে সুর চড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন , পরিবর্তনের পরিবর্তন এখন শুধুই সময়ের অপেক্ষা।
Be the first to comment