লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে এবার রাশিয়া বিশ্বকাপে তাদের দুই তারকা ফুটবলার সুয়ারেজ-কাভানিকে নিয়ে স্বপ্ন দেখছে। এই নিয়ে ১৩ বার বিশ্বকাপে অংশ নিচ্ছে উরুগুয়ে। এবারের বিশ্বকাপে তাদের সাফল্য অনেকটাই নির্ভর করবে দলের সেরা দুই তারকা ফুটবলার লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানির উপর। এই দুই ফুটবলার এবারের মরসুমে তাদের নিজ নিজ ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। স্প্যানিশ লা লিগায় এবারের আসরে এফসি বার্সেলোনার হয়ে ২৫টি গোল করে তৃতীয় সেরা গোলদাতা হয়েছেন লুইস সুয়ারেজ। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৩১ গোল করেন এই স্ট্রাইকার। অন্যদিকে ফরাসি লীগ ওয়ানে পিএসজি’র হয়ে সর্বোচ্চ ২৮ গোল করেছেন এডিনসন কাভানি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৪৭ ম্যাচে ৪০ গোল। ক্লাব ফুটবলে দু’জনেই মিলে করেছেন ৭১ গোল। এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে উরুগুয়ের সঙ্গে রয়েছে রাশিয়া, মিশর ও সৌদি আরব। আগামী ১৫ই জুন প্রথম ম্যাচে মিশরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপের মিশন শুরু করবে বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। ১৯৫০-এ শেষবার বিশ্বকাপ জিতেছিল উরুগুয়ে। ৬৮ বছর ধরে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন অধরা রয়ে গেছে তাদের। রাশিয়ায় তৃতীয় বিশ্বকাপ চ্যাম্পিয়ান হওয়ার খোঁজে উরুগুয়ের কোচ অস্কার তাবারেজের তাই প্রধান ভরসা লুইস সুয়ারেস ও এডিনসন কাভানি।
Be the first to comment