মধ্যপ্রদেশের গোরক্ষা পর্ষদের চেয়ারম্যান স্বামী অখিলেশ্বরানন্দকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হল। বুধবার মধ্যপ্রদেশ সরকারের তরফে এই ঘোষণা করা হয়। এর আগে তাঁর রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা ছিল।
জানা গিয়েছে, তাঁর সম্মতি না নিয়ে গোরক্ষা পর্ষদে তাঁর নাম যুক্ত করা হয়েছে বলে তিনি অসন্তুষ্ট ছিলেন। কম্পিউটার বাবা আর যোগেন্দ্র মহারাজের সঙ্গে তাঁকে একই মর্যাদা দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ ছিলেন অখিলেশ্বরানন্দ। নর্মদার তীরকে দূষণমুক্ত করার ব্যাপারে লোককে সচেতন করতে মার্চে কমিটি তৈরি করে মধ্যপ্রদেশ সরকার। সেই কমিটির পাঁচজন সাধুকে রাজ্য সরকার রাষ্ট্রমন্ত্রীর পদমর্যাদা দেয়। তারপর থেকে অখিলেশ্বরানন্দ একটি বৈঠকেও যোগ দেননি।
Be the first to comment