উত্তরবঙ্গের ভুট্টা চাষীদের জন্য দাবী দাওয়া নিয়ে দিল্লি গেল স্বরাজ ইন্ডিয়া। এই নিয়ে জয় কিষাণ আন্দোলনের প্রতিষ্ঠাতা শ্রী যোগেন্দ্র যাদব দিল্লীর কৃষি ভবনে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমরের সাথে বৈঠক করেন।
তাঁরা জানান, এই প্রতিনিধিদল পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ভুট্টা চাষিদের ন্যায্য মূল্য (এম.এস,পি) পাওয়ার পাশাপাশি আরও কয়েকটি রাজ্যের চাষীদের বিস্তারিত দাবী দাওয়া সম্বলিত স্মারকলিপি কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর কাছে জমা দিয়েছেন।
এই দাবীগুলি হল—-
(১) দেশের সমস্ত ভুট্টা উৎপাদনকারী অঞ্চলে কৃষকদের সহজেই নাগালযোগ্য জায়গায় ভুট্টা কেনার জন্য পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় সরকারের ক্রয় কেন্দ্র স্থাপনের ব্যবস্থা করতে হবে।
(২) উপরোক্ত ক্রয় কেন্দ্রগুলি থেকে যাতে সমস্ত কৃষকের পুরো ভুট্টা ফসল এম.এস.পি–দরে এবং বিনা অসুবিধায় এবং বিনা আমলাতান্ত্রিক বাধায় ক্রয় করা যায় তার জন্য পর্যাপ্ত অর্থ এবং কর্মী – আধিকারিক দান নিশ্চিত করতে হবে।
(৩) এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যাতে যে কৃষকরা তাদের ভুট্টার ফসল এম.এস.পি-র চেয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন, তারা এই ক্ষতির জন্য ক্ষতিপূরণের দাবী জমা দিতে পারেন এবং দ্রুত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পেতে পারেন।
আরোও এক দফায় —
(১) নিশ্চিত করতে হবে যে দেশের সকল ভুট্টা চাষ হওয়া অঞ্চলে ভুট্টা বিক্রীর জন্য নিয়ন্ত্রিত কৃষি বাজার পাওয়া যায়।
(২) নিশ্চিত করতে হবে যে প্রয়োজনে এই নিয়ন্ত্রিত কৃষি বাজারগুলিতে সমস্ত লেনদেন অন্ততঃ পক্ষে এম.এস.পি-তে বা তারও বেশি দামে হয়, তার জন্য প্রয়োজনে নিয়মিত নিরীক্ষণ ও ব্যবস্থা করতে হবে।
(৩) কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান (পি.এম–আশা)–র অধীনে ভুট্টার জন্য একটি শক্তিশালী মূল্য সহায়তা প্রকল্প ঘোষণা করতে হবে।
(৪) কেন্দ্রীয় সরকারের পি.এম–আশা–র অধীনে ভুট্টার জন্য একটি শক্তিশালী মূল্য ঘাটতি সহায়তা প্রকল্প ঘোষণা করতে হবে।
Be the first to comment