স্বাস্থ্যসাথী প্রকল্পেও ঝাড়াইবাছাই করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

Spread the love

ডিজিটাল রেশন কার্ডের মতো এবার স্বাস্থ্যসাথী প্রকল্পেও ঝাড়াইবাছাই করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে সব জেলা প্রশাসনকে এই মর্মে নির্দেশও দেওয়া হয়েছে। সরকার চাইছে, স্বাস্থ্যসাথীর সুযোগ-সুবিধা শুধু প্রকৃত উপভোক্তাদেরই হাতে পৌঁছক। বিধিমতো নথিপত্র না থাকলে কার্ড ‘ব্লক’ করে দেওয়া হবে।

সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ২.৩০ কোটি পরিবার স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছে। ব্যক্তি-উপভোক্তা ধরলে সংখ্যাটা কমবেশি আট কোটি। প্রশাসন লক্ষ্য করেছে, স্বাস্থ্যসাথীর তথ্যভান্ডারে এমন অন্তত ৫০ লক্ষ উপভোক্তা রয়েছেন, যাঁদের আধার নম্বরের উল্লেখ নেই। আবার কিছু কার্ডে একই আধার নম্বর। তাই প্রকৃত আধার নম্বরযুক্ত কার্ডগুলি চিহ্নিত করতে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*