সুশান্তের মৃতদেহের ভিডিও ভাইরাল করল কে? প্রশ্ন স্বস্তিকার

Spread the love

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে এখনও শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা। মৃত্যুর পরে তাঁর বহু পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কিন্তু এর মধ্যেই আরও একটি ভিডিও ভাইরাল হরছে যেটি নিয়ে আপত্তি প্রকাশ করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, সুশান্তের বাড়িতে তাঁর খাটের উপরে রাখা তাঁর নিথর দেহ। তখন তাঁর বাড়িতে পুলিশ রয়েছে। কিন্তু সেই সময়ের ছবি কে ভিডিও করলো এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলো তা নিয়ে আপত্তি জানিয়েছেন স্বস্তিকা।

এই বিষয়ে টুইট করেছেন, “ইউটিউবে একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে সুশান্তের ঘরের ছবি, যেখানে সুশান্তের মৃত্যুর পরে পুলিশ আধিকারিকদের তাঁর ঘরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এটার অর্থ ওই সময় কেউ মোবাইল ফোন ব্যবহার করছিলেন। কেন মুম্বই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করছে না? আর ভিডিয়োগুলো ইউটিউব থেকে কেন সরানো হচ্ছে না?”

ঘটনার দিন থেকে সুশান্তের মৃতদেহের কিছু ছবিও ভাইরাল হয়। তাঁর গলায় ফাঁস দাগ সমেত সেই ছবি বেশ কিছু সংবাদমাধ্যম পর্যন্ত শেয়ার করেছিল। এই ঘটনার প্রতিবাদেও সরব হন অনেকে। প্রসঙ্গত, সুশান্তের শেষ ছবি দিল বেচারাতে তার সঙ্গে অভিনয় করেছেন স্বস্তিকা।

ছবিটি অবশেষে মুক্তি পেতে চলেছে হটস্টার ডিজনি ওটিটি প্লাটফর্মে। আগামী ২৪ জুলাই ছবিটি মুক্তি পাবে। সুশান্ত সিং রাজপুত কে সম্মান জানানোর জন্য এই ছবিটি হটস্টারে বিনামূল্যেই দেখা যাবে বলে জানা যাচ্ছে। তাই সাবস্ক্রাইবার না হলেও এই ছবিটি যে কেউই দেখতে পারবেন।

এটি মুকেশ ছাবরা পরিচালিত প্রথম ছবি। দিল বেচারা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল এবছরের মে মাসে। কিন্তু করোনা আবহে লকডাউন এর জন্য সেই ছবি মুক্তি পায়নি। স্বস্তিকা ইনস্টাগ্রামে দিল বেচারার পোস্টারটি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন,” ভালোবাসা আশা এবং অফুরন্ত স্মৃতি নিয়ে তৈরি একটি গল্প।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*