শনিবার সকালেই সুইৎজারল্যান্ডের নিডওয়ালডেন ক্যান্টনমেন্টের রেঞ্জ পার্বত্য অঞ্চলে ভেঙে পড়েছিল একটি ছোট্ট বিমান। বাবা-মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছিল এই দুর্ঘটনায়। একই দিনে আবার বিমান দুর্ঘটনা ঘটল সুইৎজারল্যান্ডের আল্পসে।
সুইৎজারল্যান্ড এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী, শনিবার বিকেলে জেইউ-৫২ নামের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। সমুদ্রতল থেকে ২৪৫০ মিটার উচ্চতায় গ্রাউবুয়েনডেন ক্যান্টনমেন্টের পিজ সেগনেস পার্বত্য এলাকায় ভেঙে পড়ে বিমানটি। কিন্তু কীভাবে এই বিমান দুর্ঘটনা ঘটলো সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
জেইউ বিমানগুলিতে পাইলট সহ ১৭ জন যাত্রী বসতে পারে। সুইৎজারল্যান্ডের ডুয়েবেনড্রফ বিমানবন্দর থেকে মূলত, সাইট সিইং, অ্যাডভেঞ্চার ফ্লাইটের কাজে সুইৎজারল্যান্ড এয়ারলাইন্স এইরকম তিনটি বিমান ব্যবহার করে থাকে। তারমধ্যেই একটি বিমান ভেঙে পড়েছে শনিবার। স্থানীয় একটি সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।
কিন্তু এয়ারলাইন্স সূত্রে কোনও খবর জানানো হয়নি। এমনকী কতজন যাত্রী ওই বিমানে ছিলেন সেটাও বলা হয়নি। সুইৎজারল্যান্ড পুলিশের তরফে জানানো হয়েছে শনিবার রাতে ঘটনাস্থলে কোনও উদ্ধারকারী দল পাঠানো যায়নি। কিন্তু রবিবার সকালে পাঁচটি হেলিকপ্টার ও বিশাল উদ্ধারকারী দল ওই এলাকায় পাঠানো হয়েছে। যে এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে সেই অঞ্চল দিয়ে আপাতত বিমান ওড়া বন্ধ রেখেছে সুইস এয়ারলাইন্স।
কীভাবে একই দিনে পরপর দুটি দুর্ঘটনা ঘটলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে সুইৎজারল্যান্ড পুলিশ।
Be the first to comment