সিরিয়ার অবরুদ্ধ ঘুটার পূর্বাঞ্চলে আন্তর্জাতিক ত্রাণবাহী গাড়িগুলো ঢুকতে পারলেও নির্ধারিত কাজ শেষ না করেই ফিরে গেছে। বিদ্রোহীদের লক্ষ্য করে সিরিয়ার সরকারি বাহিনীর বোমা হামলা ও গোলাগুলির তীব্রতার কারণে ত্রাণবাহী গাড়িগুলোকে ফিরে আসতে হচ্ছে। যুদ্ধের তীব্রতার মুখে ত্রাণ তৎপরতা শেষ না করেই সোমবার সন্ধ্যায় দৌমা থেকে দামাস্কাসে ফেরা শুরু করে ত্রাণবাহী ৪৬টি ট্রাক। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন ত্রাণ বিতরণ কাজে যাদের নিয়োগ করা হয়েছিল তারা সবাই ভালো আছেন। এ ছাড়া কিছু ওষুধ পরিবহনে রুশ বাহিনীর কাছ থেকে বাধা পাওয়ার কথাও জানিয়েছে জাতিসংঘ ও রেডক্রস। সোমবার যখন ত্রান পৌঁছাচ্ছিল তখনও যে হামলা চালানো হয়েছে তাতে ৬৮ জন মারা গেছেন। তিন সপ্তাহে এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৬০-এ।
জাতিসংঘ বলছে, ঘুটার পূর্বাঞ্চলে প্রায় ৪ লাখ মানুষ আটকে পড়েছেন। বিমান হামলা শুরুর দু’সপ্তাহ আগে থেকেই তারা খাদ্য ও ওষুধ সঙ্কটে রয়েছেন বলেও জানিয়েছে জাতিসংঘ।
Be the first to comment