আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে আছড়ে পড়ল মিসাইল

Smoke rises above opposition held areas of Daraa during airstrikes by Syrian regime forces on June 25, 2018. Russian-backed regime forces have for weeks been preparing an offensive to retake Syria's south, a strategic zone that borders both Jordan and the Israeli-occupied Golan Heights. / AFP PHOTO / Mohamad ABAZEED
Spread the love

বিশেষ প্রতিনিধি,

সোমবার গভীর রাতে মিসাইল দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে পড়ে৷ সিরিয়ার রাজধানী দামাস্কাসে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আছড়ে পড়ল দুটি মিসাইল৷ কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি৷ সিরিয়ার বিভিন্ন টিভি চ্যানেলে দাবি করা হয়েছে মিসাইল দুটি ছেড়েছে ইজরায়েল৷ বলা হয়েছিল, আইএস জঙ্গিদের খতম করতে এই হামলা চালানো হয়৷ কিন্তু মার্কিন সেনাবাহিনীর এক উচ্চ পদস্থ কর্তা এই হামলার দায় সরাসরি ইজরায়েলের ঘাড়ে চাপিয়ে দেন৷ সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ওই হামলাটি করেছে ইজরায়েল৷ গত মাসে দামাস্কাসে অনুরূপ হামলা করা হয়৷ সিরিয়ার মিডিয়া অভিযোগ করে বলে, ইরানিদের লক্ষ্য করে ওই হামলা করে ইজরায়েল৷ এখনও অবধি ইজরায়েলের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*