বিশেষ প্রতিনিধি,
নিজেদের সোশ্যাল মিডিয়ায় আইএস জানাল বাগদাদির কিশোরপুত্র হুদাইফা আল–বাগদাদির মৃত্যু হয়েছে। রাইফেল হাতে, জঙ্গিপোশাক পরা ছবি পোস্ট করে আইএস লিখেছে, হোমস্ প্রদেশের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে নুসাইরাহ্ এবং রুশ সেনার সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছে হুদাইফা আল–বাগদাদি, খলিফের ছেলে। সে ইংঘিমাসি বা দক্ষ যোদ্ধা ছিল। তবে তার মৃত্যুর সময় উল্লেখ করা নেই পোস্টে। নুসাইরাহ্ শব্দের অর্থ সিরিয়ার সেনাবাহিনী।
ছেলের মৃত্যু খবর আইএস নিজেরাই জানালেও তাদের সুপ্রিমো বাগদাদির মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কারণ গত সেপ্টেম্বরেই বাগদাদির ৪৬ মিনিটের রেকর্ডেড কণ্ঠস্বর শোনা গিয়েছে, যেখানে সে তার জঙ্গিদের ইরাক, সিরিয়া সহ বিভিন্ন দেশে লড়াই জারি রাখার নির্দেশ দিয়েছে। পশ্চিমের রাষ্ট্রগুলির উপর হামলা চালানোরও নির্দেশ দিয়েছে। এর আগেও বহুবার বাগদাদির মৃত্যুর বহুবার খবর মিললেও তা ভুল প্রমাণিত হয়েছিল। তার পরিবার সম্পর্কেও বিশেষ কিছু জানা যায়নি। শুধু ২০১৪ সালে লেবাননে এক মহিলা এবং এক বালিকাকে গ্রেপ্তার করেছিল পুলিস। প্রাথমিকভাবে জানা যায়, তারা বাগদাদির স্ত্রী এবং মেয়ে। সিরিয়ার মানবাধিকার কমিশন অবশ্য জানিয়েছে, গত মাসের প্রথম দু’সপ্তাহে আইএস–এর সঙ্গে সিরিয়া সেনার লড়াই হয়েছিল।
Be the first to comment