কৃষ্ণসার হরিণ মামলায় শাস্তি এড়াতে পারলেন না ভাইজান। শাস্তি ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েছে পরিবার। কৃষ্ণসার হরিণ শিকার বিতর্কে সলমন খানকে ৫ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে যোধপুর আদালত। তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবারই উচ্চ আদালতে অন্তর্বর্তী জামিনের আর্জি করেছেন সলমন। তবে তার শুনানি হবে শুক্রবার সকালে। ফলে, আজ যোধপুর সেন্ট্রাল জেলেই রাত কাটাতে হবে ভাইজানকে। এই মামলায় বেকসুর খালাস পেয়েছেন সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, নীলম ও তাব্বু।
প্রসঙ্গত, হাম সাথ সাথ হ্যায় হিন্দি ছবির শ্যুটিংয়ের মধ্যেই একদিন সলমনের সঙ্গে বেরিয়েছিলেন সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, নীলম ও তাব্বু ৷ আর সেখানেই গুলি করে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করেন সল্লু মিয়াঁ। কুড়ি বছর আগের এই মামলায় দোষী সাব্যস্ত হলেন সলমন খান। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হরিণের উপর গুলি চালানোর জন্য তাব্বুই নাকি সলমনকে উস্কে ছিলেন৷
Be the first to comment