সুদীপ্ত সেন:
আকাশ ঢাকা কুয়াশা এলো আজ
শীত এনেছে নতুন বছর এবার
ঘুম জড়িয়ে থাকছি আমি লেপে
প্লেট জুড়ে হরেক রকম খাবার।
শীতের সকাল বাজলো অনেক লেপে
ঘুম ভেঙে যাক যখন তার যাবার
চার্জ নেই তো আমার সেলফোনে
নেট ঘেঁটে কাল সব করেছি সাবাড়।
এই শীতে তো মন্দ আমি নেই
বন্ধ ঘরে লেপ জড়িয়ে শুয়ে,
দূর গুলো সব ঝাপসা হয়ে গেছে
ধূসর রঙের কুয়াশা মেখে নিয়ে।
কিন্তু যারা ফুটপাতে বাস করে
দুমুঠো ভাত পেতেও না পারে,
কিংবা যারা চাকার সাথে চলে
দিন চলে যায় ব্যস্ত কোলাহলে।
তাদের কাছে এ শীত কেমন?
আগুন পোহায় নাকি পেটেয় আগুন জ্বলে!!
Be the first to comment