
রোজদিন ডেস্ক, কলকাতা:- ২৬/১১ মুম্বাই হামলার অভিযুক্ত তাহাউর রানাকে ১৮ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। ১০ এপ্রিল তার ভারতে প্রত্যাবর্তনের পর তাকে গ্রেফতার করা হয়।
গোটা বিশ্বজুড়ে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী হিসাবেই পরিচয় রানার। তার ‘হাতযশেই’ যে মুম্বইয়ে সন্ত্রাস হামলা চলেছিল, সেই প্রসঙ্গ উঠেছিল মার্কিন আদালতেও। এবার ওই একই হামলায় বিচারপ্রক্রিয়া শুরু হবে ভারতে।
#WATCH | Delhi | Outside visuals from the National Investigation Agency headquarters where the 26/11 Mumbai attacks accused Tahawwur Rana will be brought shortly after being sent to 18-day NIA custody pic.twitter.com/Pd5mDlfRRZ
— ANI (@ANI) April 10, 2025
Be the first to comment