এক সপ্তাহ কেটে গেল। তাইল্যান্ডের নিখোঁজ ১২ জন কিশোর ফুটবলারের কোনও সন্ধান মিলল না। গত শনিবার তাইল্যান্ডের উত্তরে ঘন জঙ্গলে ঘেরা চিয়াং রাইয়ে তারা একটি গুহার মধ্যে ঢুকেছিল। সঙ্গে ছিল তাদের কোচও। ফুটবল প্র্যাকটিশের পর তারা সেই যে গুহায় ঢোকে, তারপর আর বেরোয়নি। বাইরে পড়ে রয়েছে তাদের সাইকেল। বাইরে মাঝেমধ্যেই ব্যাপক বৃষ্টি। সেই জল হু হু করে ঢুকেছে গুহার ভিতরে। তাদের সন্ধানে চলছে বিরাট উদ্ধারকাজ। আনা হয়েছে নৌবাহিনীর ডুবুরিদের। সরু গুহাপথে তারা ঢোকার চেষ্টা করেও বাতাসের অভাবে বেশিদূর যেতে পারছে না। অন্ধকারে জল আর কাদায় থিকথিক করছে গুহার ভিতরটা। আনা হয়েছে শক্তিশালী পাম্প। তা দিয়ে জল বের করারও চেষ্টা চলছে পুরোদমে। পাশাপাশি অন্য পথে পাহাড় ভেঙে বিকল্প পথ খুঁজে পাওয়ারও চেষ্টা করা হচ্ছে। থার্মাল ক্যামেরা লাগানো ড্রোন ওড়ানো হচ্ছে জঙ্গলের ওপর দিয়ে। নামানো হয়েছে জলের তলায় কাজ করা রোবোটও। এসেছেন বিদেশি উদ্ধারকারীরাও। স্নিফার কুকরও কাজে নেমেছে। গুহার বাইরে অধীর প্রতীক্ষায় বসে আছেন নিখোঁজ কিশোরদের পরিবার।
Be the first to comment