তাইল্যান্ডের ১২ জন খুদে ফুটবলার আর তাদের কোচ বেঁচে আছে। গত ৯ দিন ধরে তারা আটকে রয়েছে একটি গুহার ভিতরে। তাদের খোঁজে নেমেছে তাই সেনাবাহিনী থেকে শুরু করে দেশিবিদেশ ডুবুরিরাও। তবে গুহার থেকে জল বের না করা পর্যন্ত তাদের বাইরে বের করা সম্ভব হবে না বলে জানিয়েছে সেনাবাহিনী। সোমবার গুহার মধ্যে একটি শুকনো অংশে ডুবুরিরা তাদের সন্ধান পেয়েছেন। এখন জল বের করার পাশাপাশি তাদের কাছে পর্যাপ্ত খাবার পৌঁছে দেওয়া চেষ্টা করা হচ্ছে। কেননা, জল বের করতে কয়েক মাস লেগে যাবে। তারা উদ্ধারকারীদের জানিয়েছে, তাদের খিদে পেয়েছে। কবে বেরোতে পারবে, প্রশ্ন করলে উদ্ধারকারীরা বলেন, অপেক্ষা করতে হবে। তারা জবাব দেয়, বেশ, কাল দেখা হবে। তাদের বেঁচে থাকার খবরে পরিবারের লোকজন আনন্দে আত্মহারা। উত্তর তাইল্যান্ডের চিয়াং রাইয়ের গুহাগুলিতে প্রতি বর্ষায় জল জমে যায়। জল নামতে তিন-চারমাস লেগে যায়। তার আগে বের করতে হলে বাচ্চাদের ডাইভিং শিখতে হবে। আপাতত ভিতরে চিকিৎসকদের পাঠানোর চেষ্টা করা হচ্ছে।
Be the first to comment