এত দমবন্ধ উত্তেজনা আর প্রাণসংশয়ের মধ্যেও তাইল্যান্ডের গুহায় আটকে পড়া খুদে ফুটবলারদের জন্য সুসংবাদ। আগামি সপ্তাহে তাদের পরীক্ষায় বসতে হবে না। তাদের স্কুল মি সাই প্রাসিতসার্তের ডিরেকটর জানিয়েছেন, উদ্ধার হওয়ার পর সবার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। তাদের ফুটবল ক্লাব মু পা, বুনো শুয়োর। সেই ক্লাবের বাকি সদস্যরা আটকে থাকা বন্ধুদের জন্য উৎকণ্ঠা নিয়ে বসে আছে বাইরে। তাদের ক্যাপ্টেন এখনও রয়েছে গুহার ভিতরে। উদ্ধারকারীদের বিদেশি দলের ডাইভার ইভান কারাজিক জানাচ্ছেন, বাচ্চারা ভিতরে অসম্ভব মনের জোর নিয়ে রয়েছে। কীভাবে কে জানে! উদ্ধার হওয়াদের একজন বেরিয়ে এসে খেতে চেয়েছে চকলেট। কিন্তু দেওয়া হয়নি। যেসব সহজপাচ্য খাবরা এখন তাদের দেওয়া হবে, তার মধ্যে চকলেট পড়ে না। তারা বাড়ি ফিরতে চাইছে। সোমবার সারা দিনে আরও চারজনকে বাইরে বের করা হয়েছিল। তাদের নিয়ে উদ্ধার হয়েছে মোট আটজন। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে বাকিদের উদ্ধারের কাজ। আশা করা হচ্ছে, সবাইকে মঙ্গলবারই বের করা সম্ভব হবে।
Be the first to comment