তাইল্যান্ডে গুহায় আটকে থাকা খুদে ফুটবলারদের চারজনকে উদ্ধার করার পর তৎপরতা বাড়ানো হয়েছে। গত দু সপ্তাহ ধরে তারা গুহার মধ্যেই রয়েছে। রবিবার চারজনকে উদ্ধার করে হেলিকপ্টার উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে চিয়াং রাইয়ের হাসপাতালে। বাকি আট কিশোর ও তাদের কোচকে ৬ মাইল লম্বা গুহা থেকে বের করে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। সোমবার সকালে ফের শুরু হবে তাদের বাইরে বের করে আনার কাজ। বৃষ্টির সম্ভাবনায় বাড়ানো হয়েছে উদ্ধারকাজের গতি। মোট ৯০ জন ডাইভার সেখানে কাজ করছেন। তাদের মধ্যে ৪০ জন তাইল্যান্ডের। উদ্ধারকারীরা জানাচ্ছেন, ভিতরে জলের স্তর এখন ঠিক রয়েছে। ঠিক আছে অক্সিজেনের স্তরও। ঠিক আছে কিশোররাও। অস্ট্রেলিয়ার এক ডাক্তার তাদের পরীক্ষা করেছেন। টেকনোলজি বিশেষজ্ঞ এলন মাস্ক জানিয়েছেন, তারা একটা মিনি সাবমেরিন ভিতরে পাঠাতে চান।
Be the first to comment