তাইওয়ানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মৃত কমপক্ষে ১৮ জন। আহত হয়েছেন অন্তত ১৬৮ জন। স্থানীয়রা জানাচ্ছেন গত ২৫ বছরে এমন ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা দেখেনি তাইওয়ান। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয়দের সাহায্যে শুরু হয়েছে উদ্ধারকাজ।
লাইনচ্যুত হয়ে গিয়েছে টড়েনের অধিকাংশ বগি। জিগজ্যাগ আকারে পড়ে রয়েছে কামরাগুলি। আর তার তলায় চাপা পড়ে রয়েছে অসংখ্য দেহ। কেউ মৃত। কেউবা গুরুতর আহত। কেউ কেউ সাহায্যের আশায় করুণ স্বরে আর্তি জানাচ্ছেন। রবিবার এমন ভয়াবহ পরিস্থিতিই তৈরি হয়েছে তাইওয়ানের উত্তর-পূর্বের য়িলানে। লাইনচ্যুত হয়েছে পুয়ুমা এক্সপ্রেস।
তাইওয়ানের রেল দফতর জানিয়েছে, আটটি বগি লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে পাঁচটি আমরার অবস্থা খুবই খারাপ। উল্টে গিয়েছে ওই পাঁচটি কামরা। জিনমা স্টেশনের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। ৩৬৬ জন যত্রী সহ তাইওয়ানের দক্ষিণ প্রান্তের শহর টাইটুংয়ের দিকে যাচ্ছিল ট্রেনটি। রবিবার স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে ট্রনটি। লাইন থেকে ছিটকে যায় পুয়ুমা এক্সপ্রেসের কামরাগুলি। তাইওয়ান রেলওয়ের প্রধান জেসন লু জানিয়েছেন, চারটি কামরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৯০ ডিগ্রি কোণ করে উল্টে গিয়েছে ওই চারটি কামরা। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে তাইওয়ান প্রশাসন। এমনকী ট্রেনের ভিতরে যাত্রীদের আটকে থাকার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না উদ্ধারকারী দল। এ দিকে উদ্ধার হওয়া আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাপ্তত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
ঠিক কী কারণে এ হেন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষত নয়। ঘটনা তদন্ত শুরু করে তাইওয়ান পুলিশ এবং সে দেশের রেল দফতর।
Be the first to comment