নিরাপত্তার কারণে তাজমহলে বহিরাগতদের নমাজে নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ জানিয়েছে, শুক্রবার তাজমহলের মসজিদে নমাজ পড়া যাবে না। আগ্রার প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই বহাল থাকবে। তবে এটা শুধুমাত্র বহিরাগতদের জন্যই। স্থানীয়দের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। পর্যটকদের যদি একান্তই প্রার্থনা করতে হয়, সেটা শহরের অন্য কোনও মসজিদে গিয়ে সেটা সম্পন্ন করতেই পারে। প্রসঙ্গত, এ বছরের ২৪ জানুয়ারি আগ্রা শহরের অতিরিক্ত জেলাশাসক এক নির্দেশিকা জারি করেন। সেখানে বলা হয়, শুক্রবারের প্রার্থনার জন্য বিদেশিদের তাজমহলের মধ্যেকার মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। যদিও, এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাজমহল মসজিদ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হুসেইন জায়দি। তিনি বলেন, সারা বছর ধরেই পর্যটকরা তাজমহলে যান। তাই অতিরিক্ত জেলাশাসক যে নির্দেশ দিয়েছেন সেটা বেআইনি। কিন্তু সেই আবেদন খারিজ করে জেলাশাসকের নির্দেশিকাই বহাল রাখল সর্বোচ্চ আদালত।
Be the first to comment