তাজমহল নিয়ে সুপ্রিম কোর্টের বেনজির কড়া সমালোচনার মুখে পড়ল সরকার

Spread the love

তাজমহল নিয়ে সুপ্রিম কোর্টের বেনজির কড়া সমালোচনার মুখে পড়ল সরকার। শীর্ষ আদালত জানিয়েছে, আইফেল টাওয়ারের চেয়েও তাজমহল বেশি সুন্দর। বৈদেশিক মুদ্রার ঘাটতি অনেকটাই মেটাতে পারে তাজ। সত্ত্বেও রক্ষণাবেক্ষণ নিয়ে কারও কোনও মাথাব্যথা নেই। ‘হয় আমরা এটিকে বন্ধ করে দিচ্ছি নয়তো আপনারাই ধ্বংস করুন, নয়তো সংস্কার করুন।’ ষোড়শ শতকের স্থাপত্যের রক্ষণাবেক্ষণ নিয়ে শুনানিতে এমনটাই মন্তব্য করেন বিচারপতি। তিনি আরও বলেন, ইউরোপে পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হল আইফেল টাওয়ার। বছরে প্রায় ৮০ লক্ষ পর্যটক আইফেল টাওয়ার দেখতে আসেন। কিন্তু আমাদের তাজমহল পৃথিবীর অন্যতম সেরা স্থাপত্য। যদি ঠিকঠাক রক্ষাণাবেক্ষণ করা যায়, তাহলে এখান থেকেও প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। এছাড়াও তাজমহলের পার্শ্ববর্তী কারখানাগুলোর দূষণ বন্ধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়েও ব্যাখ্যা চাওয়া হয়। এবছরের শুরুতেও আর্কিওলজিকাল সার্ভে সংস্থার তাজের সংস্কার কাজের অগ্রগতি নিয়েও অসন্তোষ প্রকাশ করে আদালত। গত মে মাসেও শীর্ষ আদালত রং পরিবর্তন নিয়ে সরকারকে সতর্ক করে। প্রথম হলুদ, তারপরে ধীরে ধীরে বাদামি ও সবুজে পরিণত হচ্ছে তাজমহলের রং। এর জন্য দায়ী দূষণ। অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু সেরকম কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি এখনও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*