তাজপুরে বন্দর তৈরি করবে রাজ্যই; নবান্নে বললেন অমিত মিত্র

Spread the love

তাজপুরে বন্দর তৈরি করবে রাজ্য সরকারই ৷ ১৩ হাজার কোটি টাকায় ওই সমুদ্র বন্দর রাজ্য সরকারই তৈরি করবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবার, নবান্নে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, তাজপুর গভীর সমুদ্র বন্দর করবে রাজ্যই৷ একই সঙ্গে কুলপি নদীতেও বন্দর করা হবে বলে জানিয়েছেন তিনি ৷ রাজ্য সরকার এই সংক্রান্ত ছাড়পত্রও পেয়ে গিয়েছে বলে খবর ৷

অন্যদিকে পোর্টকে কেন্দ্র করে ওই অঞ্চলে আরও ৬ থেকে ৭টি ছোট বন্দর গড়ে উঠতে পারে বলে জানিয়েছে রাজ্য সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*