পুজোয় টালা ব্রিজ সচল রাখার চেষ্টা, মঙ্গলবার ফের নবান্নে বৈঠক

Spread the love

পুজোর দিনগুলোয় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সচেষ্ট রাজ্য সরকার। টালা ব্রিজে পুজোর ক’দিন চালানো হতে পারে বাস. যা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সোমবার নবান্নে এক জরুরি বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয় ১১ অক্টোবর পর্যন্ত টালা ব্রিজ দিয়ে বাস চালাতে দেওয়া হোক। আর তাতে আপত্তি জানায় রাইটস। বর্তমানে টালা ব্রিজের যা অবস্থা তার পরিপ্রেক্ষিতে রাইটস আগেই জানিয়েছিল ভারী গাড়ি চালানো যাবে না। যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের বিপদ। ফলে টালা ব্রিজের উপর বাস চালানো যাবে কি না তা নিয়ে আজও কাটল না জটিলতা। মঙ্গলবার ফের বৈঠক। রাজ্য সরকারের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে আদৌ ১১ অক্টোবর পর্যন্ত টালা ব্রিজের ওপর বাস চালানো যাবে কি না?

সোমবার নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন রাইটস-এর জেনেরাল ম্যানেজার, অ্যাসিসটেন্ট জেনেরাল ম্যানেজার এবং ডিজাইনিং হেড। ছিলেন PWD-এর চিফ ব্রিজ ইঞ্জিনিয়র। পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম ও পরিবহন সচিব নারায়ণস্বরূপ নিগম।

প্রসঙ্গত, ২২ সেপ্টেম্বর টালা ব্রিজে ভারী যান চলাচল বন্ধের সিদ্ধান্তের পরই মঙ্গলবার টালা ব্রিজের উপর হাইটবার বসানোর সিদ্ধান্ত নেয় পূর্ত দফতর। তারপর পাঁচটি সরকারিবাসের রুট পরিবর্তন করা হয়। বন্ধ করা হয় তাদের টালা ব্রিজের রুট। এরপর একেবারেই বাস চালানো যাবে না বলে সিদ্ধান্ত হয়। কিন্তু এমন হলে পুজোর সময় তৈরি হতে পারে জটিলতা। সেকারণে রাজ্যের তরফে রাইটস-এর কাছে, পুজোর ক’টা দিন ব্রিজে বাস চালানোর আবেদন জানানো হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*