টালা ব্রিজ রুটে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করলেন বাস মালিকরা ৷ শুক্রবার রাজ্য পরিবহন দপ্তরের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, ১৫ ডিসেম্বর পর্যন্ত তাঁরা বাস পরিষেবা দেবেন। যদিও ভর্তুকি দিয়ে বাস চালানো যাবে না জানিয়ে ৯ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা ৷ গতকালের এই বৈঠকে উপস্থিত ছিলেন পাবলিক ভেহিকেল ডিপার্টমেন্টের অ্যাডিশনাল ডিরেক্টর অমিতাভ সেনগুপ্ত, DC ট্র্যাফিক সন্তোষ পান্ডে, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার-৩ আর এন বাহাদুরি ও পাবলিক ভেহিকেল ডিপার্টমেন্টের সেক্রেটারি নিমাই হালদার।
নর্থ কলকাতা বাস ও মিনিবাস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, “বৈঠকে পরিবহন দপ্তরের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, ১৫ ডিসেম্বরের মধ্যে এই সমস্যার একটা সমাধান হবে বলে তাদের বিশ্বাস । তাই তাঁরা আমাদের কাছে অনুরোধ করেছেন, ১৫ তারিখ পর্যন্ত আমরা যেন পরিষেবা আগের মতই চালিয়ে যাই ৷ আড়াই মাস যখন ভরতুকি দিয়ে গাড়ি চালিয়েছি, তখন আরও ক’টা দিন চালাব ৷”
পরিবহন দপ্তর বিষয়টি খতিয়ে দেখতে কিছুটা সময় চেয়ে নিয়েছে। টালা ব্রিজের সব ক’টি বাস রুট ও কোন রুটে ঠিক কতটা গাড়ির চাপ থাকে, সেসব মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই রুটের বাস বন্ধ হলে প্রচুর যাত্রীর চরম ভোগান্তির মুখে পড়তে হবে। টালা ব্রিজ রুটের বাস মালিকরা যে ৭ দফা দাবি পরিবহন দপ্তরকে জানিয়েছিলেন, সেগুলি মানা হলে ওই রুটে বাস চালাতে অনেকটাই সুবিধা হত বলে জানান তাঁরা। তাই ৯ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন বাস মালিকরা।
Be the first to comment