শনিবার রাত থেকেই শুরু টালা ব্রিজ সারাইয়ের কাজ, বন্ধ ভারী যান চলাচল

Spread the love

ব্রিজ দিয়ে ভারী গাড়ি গেলে কাঁপছে । খসে পড়ছে চাঙর। আর অবস্থা এতটাই ভয়ঙ্কর যে, যখন তখন ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। তাই শনিবার রাত থেকেই শুরু হচ্ছে টালা ব্রিজ সারাইয়ের কাজ। কলকাতা শহরের অধিকাংশ ব্রিজেই নিষিদ্ধ হয়েছে ভারী যান চলাচল। কলকাতা উন্নয়ন পর্ষদ ও ব্রিজ সুরক্ষা কমিটির রিপোর্ট অনুযায়ী শহরের কিছু ব্রিজ বিপদসীমায় রয়েছে। কয়েকটি ব্রিজের ক্ষেত্রে ইতিমধ্যেই কিছু নির্দিষ্ট পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় বন্ধ করা হয়েছে চেতলা লকগেট ব্রিজ।

এছাড়া অরবিন্দ সেতু, জীবনানন্দ সেতু, কালীঘাট ব্রিজের মত বেশ কয়েকটিতে নিষিদ্ধ হয়েছে ভারী যান চলাচল। কিন্তু টালা ব্রিজে এখনও অব্যাহত যান চলাচল। যার ফলে ব্রিজের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। বিষয়টি খতিয়ে দেখেছে ব্রিজ সুরক্ষা কমিটি। আর তাই শনিবার সন্ধ্যা ৬ টা থেকে টালা ব্রিজে নিষিদ্ধ হচ্ছে ভারী যান চলাচল।

কলকাতা পুলিশের তরফে হুগলি, উত্তর ২৪ পরগনা, ব্যারাকপুর কমিশনারেট সহ রাজ্য পুলিশের ট্র্যাফিক বিভাগকে দেওয়া হয়েছে জরুরি নির্দেশিকা। টালা ব্রিজ সারাইয়ের কাজের জন্য আজ সন্ধ্যা থেকে ভারী গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে দ্বিতীয় হুগলি সেতুর দিকে অর্থাৎ ডানকুনির পরেই তৎপর হবে পুলিশ। যাতে ডানলপ হয়ে ভারী গাড়ি শ্যামবাজারের দিকে আসতে না পারে। তবে যতদিন পর্যন্ত ব্রিজ সারাইয়ের কাজ চলবে ততদিন এই নিয়ম বলবৎ থাকবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*