পুজোর আগে টালা ব্রিজে বন্ধ ভারী যান চলাচল, শুক্রবার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

Spread the love

টালা ব্রিজে বন্ধ হলো ভারী যান চলাচল। তবে এখন ছোটো গাড়ি চলাচল করবে। পুজোর আগে বসবে হাইটবার। নবান্নে টালা ব্রিজ নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, টালা ব্রিজ নিয়ে শুক্রবার দুপুরে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

ব্রিজ দিয়ে ভারী গাড়ি গেলেই কাঁপছে। খসে পড়ছে চাঙর। অবস্থা এতটাই ভয়ঙ্কর যে, যখন তখন ঘটে যেতে পারতো বড়সড় দুর্ঘটনা। তাই শনিবার রাত থেকেই টালা ব্রিজে নিষিদ্ধ হয় ভারী যান চলাচল। যার জেরে যানজটে নাজেহাল সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। ওইদিন রাত থেকেই ভারী গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হয় দ্বিতীয় হুগলি সেতুর দিকে। এরপর পুজোর আগে টালা ব্রিজে যান চলাচল স্বাভাবিক রাখতে আজ নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মলয় দে, পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ পুলিশ এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়, পুজোর আগে ভাঙা হবে না টালা ব্রিজ।

টালা ব্রিজ ভাঙা হলে উত্তর শহরতলি কার্যত স্তব্ধ হয়ে যাবে। তৈরি হবে মারাত্মক সমস্যা। আর এই আশঙ্কা থেকেই আধিকারিকরা সিদ্ধান্ত নেন আপাতত ভারী গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। তবে চলবে ছোটো গাড়ি। শনিবার ভারী যান চলাচল বন্ধের সিদ্ধান্তের পরই মঙ্গলবার টালা ব্রিজের উপর হাইটবার বসানোর সিদ্ধান্ত নেয় পূর্ত দপ্তর। নবান্নে পূর্ত দপ্তরের তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয়, ব্রিজের উত্তর, দক্ষিণ দিক ও চিৎপুরের দিকে যে অংশ নেমেছে, সেদিকে বসানো হবে হাইটবার। যার টেন্ডের ডাকার কাজও শুরু হয়ে গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*